অ্যাটর্নি জেনারেল ভারত সফরে
২২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
‘অ্যাটর্নি জেনারেল’স ও সলিসিটর জেনারেল’স কনফারেন্সে’ যোগ দিতে ভারত গেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।০৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তিনি ভারত যান।
তার ভারত সফরকালীন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের এক নোটিফিকেশনে বলা হয়, ২ থেকে ৮ ফেব্রুয়ারি কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অ্যাটর্নি জেনারেল’স ও সলিসিটর জেনারেল’স কনফারেন্সে’ যোগ দিতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনকে অনুমতি দিয়েছে সরকার।
অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তার নিজ দায়িত্বের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।