আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি আটক
৭ ঘন্টা আগে রবিবার, জানুয়ারী ১১, ২০২৬
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট এলাকা থেকে এক পলাতক আসামিকে আটক করে র্যাব। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।র্যাব সূত্র জানায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি গণেশ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।মামলার নথি ও র্যাবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সহিংস সংঘর্ষে রূপ নেয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।ঘটনার পর নিহত আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিল করেন। এরপর ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।তদন্তের একপর্যায়ে এজাহারভুক্ত গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একই সঙ্গে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।