আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস
১২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস। ১৯৯০-এর দশকের ১৩ জানুয়ারি প্রথম এই দিবসটি পালিত হয়।
সন্দেহপ্রবণ মনই সত্য পর্যন্ত পৌঁছতে পারে। সন্দেহপ্রবণ মন আপনাকে বিপদ থেকে বাঁচায়ও বৈকি। এছাড়া সংশয় থেকে শিখতে পারেন জীবনের অনেক গুরুত্বপূর্ণ
পাঠ।
সন্দেহ নিয়ে আমাদের ভেতর একটি সাধারণ ধারণা আছে। তা হলো—সন্দেহ বিশ্বাসের বিপরীত। অথচ ব্যাপারটি মোটেই তা নয়।
যেকোনো বিষয় সম্পর্কে বিশ্বাস থাকুক, সমস্যা নেই। তবে পাশাপাশি সংশয় জারি রাখাটাও দরকার। সন্দেহ-সংশয়ের ওপর ভিত্তি করেই সত্য জ্ঞানের প্রসার ঘটে।
প্রশ্ন উত্থাপন ও প্রাপ্ত তথ্যপ্রমাণ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাতে হয়। চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা কোনো কাজের কথা নয়। জ্ঞানবিজ্ঞানের বড় সব আবিষ্কারের উৎসই তো আসলে সন্দেহ।