ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
১৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুল আমিন ও মো. ইসমাইল।
গতকাল রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তাররা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন।
ডিবি তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এনামুল হক মিঠু জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি পিকআপভ্যানে করে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ডিবির এ কর্মকর্তা জানান তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।