ঈদে লক্ষাধিক কার্ডধারী পাচ্ছেন ভিজিএফ চাল
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আসছে ঈদে হবিগঞ্জ জেলায় প্রায় ১ লাখ ৪ হাজার
ভিজিএফ কার্ডধারী নারী-পুরুষকে ১০ কেজি করে সরকারি চাল দেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) জেলার বিভিন্ন ইউনিয়ন
এবং পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম চলছিল।
হবিগঞ্জের ৫টি পৌরসভায় ২৪ হাজার ৬৪৫ জন ভিজিএফ
কার্ডধারীর মাঝে ২৪৬.৪৫০ মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে। তাছাড়া ৯ উপজেলার ৭৯ হাজার ৩৫৪
জন কার্ডধারী পাচ্ছেন আর ৭৯৩.৫৪০ মেট্রিক টন। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির
আওতায় এ চাল বরাদ্দ দেওয়া হয় বলে জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানানো
হয়েছে।
তারা জানান, ৯ উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ৬ পৌরসভায়
এ চাল বিতরণ করা হচ্ছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম
চলছে।