দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো অন্তত ৬৩ জনের
৮ ঘন্টা আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

উগান্ডায় একটি প্রধান মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছুখন পরেই। রাজধানী কাম্পালা থেকে গুলু যাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুটি বাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিপরীত দিক থেকে আসা দুটি বাস একটি লরি এবং একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) কে ওভারটেক করার চেষ্টা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তারা যারা দুর্ঘটনায় জড়িত যানবাহনের যাত্রী ছিলেন।
আহতদের কিরিয়ানডঙ্গো হাসপাতাল এবং আশপাশের অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : এএফপি