এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত

Bortoman Protidin

২৬ দিন আগে রবিবার, অক্টোবর ১৯, ২০২৫


#

কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি সমমানের দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এইচএসসি সমমানের পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৮, ২৯ ৩১ জুলাই এবং আগস্টের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied