কাউখালীতে অবৈধ ২ ইটের পাজায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিশ হাজার টাকা জরিমানা
৩ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা দুই ইট পাজার মালিককে
বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মার্চ) দুপরে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের
কাঠালিয়া ও গোসনতারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বুধবার দুপুরের দিকে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা উপজেলার কাঠালিয়া
ও গোসনতারা গ্রামে অবৈধভাবে ইটের পাজা তৈরি ও তা পোড়ানো অভিযোগে ওই গ্রামে
অভিযান পরিচালনা করেন। এসময় কাঠালিয়া গ্রামের মোঃ জাকির হোসেন ও গোসনতারা গ্রামের
মোঃ মহিউদ্দিন সরদারকে ইটের পাজা তৈরি ও পোড়ানো অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা
করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি
দিয়ে ইটের পাজা নষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযান পরিচালনার
সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।