কেরু চিনিকলে সংঘর্ষে আহত ৭ শ্রমিক, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কেরু চিনিকলের শ্রমিকরা কারখানার প্রধান ফটক অবরোধ করেন। তারা দ্রুত শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান। অবরোধ চলাকালে কারখানার ব্যবস্থাপক মো. রাব্বিক হাসানসহ অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরে আটকা পড়েন।
বিকেল ৫টার দিকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
শ্রমিক, কর্মচারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরু চিনিকলে দুই বছর অন্তর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। চলতি বছর ১৪ মার্চ ভোট হওয়ার কথা থাকলেও, ১১ মার্চ অনিবার্য কারণে নির্বাচন স্থগিত করা হয়। এরপর থেকে প্রায় আট মাস ধরে শ্রমিকরা ভোটের জন্য আন্দোলন চালাচ্ছেন। নির্বাচনের বিষয়টি কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে দুটি পক্ষের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন শ্রমিক নেতা, অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন কমিটির বর্তমান কিছু সদস্য।
মঙ্গলবার সকাল ১০টার পর নির্বাচনের দাবিতে শত শত শ্রমিক মিছিল করেন এবং প্রধান ফটকের সামনে বসে ও শুয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর ১২টার দিকে সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলের দ্বিতীয় তলায় ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলে শ্রমিকরা তাদের ধাওয়া করেন। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়, এতে কয়েকজন আহত হন।
শ্রমিকরা কারখানার প্রধান ফটক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও স্থানীয় নেতারা চেষ্টা করেন, তবে শ্রমিকরা তাদেরও ধাওয়া করে। পরে সেনা ও পুলিশ মোতায়েন করে অবরোধ শেষ করা হয়।
সাবেক সভাপতি মো. তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, ভোটের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দ্রুত ভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান।
কেরু চিনিকলের এমডি মো. রাব্বিক হাসান বলেন, “শ্রমিক ও কর্মচারীরা দুই গ্রুপে বিভক্ত, কেউ কারও কথা মানছে না। সকাল থেকে তারা কারখানার প্রবেশ মুখে অবস্থান নেওয়ায় আমরা ভেতরে আটকা পড়ি। বিকেল ৫টার দিকে তাদের বোঝিয়ে সরিয়ে দেওয়া হয়।”
দর্শনা থানার পরিদর্শক মো. সুলতান আহম্মেদ জানান, নির্বাচন সংক্রান্ত উত্তেজনা বিরাজ করছে। অবরোধের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।