খেলায় অতিথি না করায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি , যুবক আটক
২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
বগুড়ার
শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় খেলনা পিস্তলসহ স্থানীয় জনগণের হাতে
আটক হয়েছেন ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবক।
একটি
শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ পাওয়ার জেরে তিনি খেলনা পিস্তল বের করলে এলাকাবাসী
তাকে আটক করে। সোমবার ( ৮ ই ডিসেম্বর ) উপজেলার
বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা
গেছে বেজোড়া যুব সংঘ নামের একটি সামাজিক সংগঠন শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট
আয়োজন করা হয়েছিল। যুব সংঘের রুবেল হোসেন জানান , আমন্ত্রণ না পাওয়ায় ফেরদৌস
কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাইড বক্স ভাংচুর শুরু করে। এ সময় উপস্থিত লোকজন
বাধা দেয়। এক পর্যায়ে সনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার ভঙ্গি
করে। এ সময় স্থানীয় জনতা সনিকে পিস্তলসহ আটক করে ও মারধর করে। সংবাদ পেয়ে কৈগাড়ি
পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া বারোটার দিকে পিস্তলসহ সনিকে আটক
করে থানায় নিয়ে যান।
কৈগাড়ি
পুলিশ ফাঁড়ি পরিদর্শক আবু সুফিয়ান জানান, পিস্তলসহ সনি নামের এক যুবককে আটক করা হয়েছে।
জব্দকৃত পিস্তলটি খতিয়ে দেখা হয়েছে। সেটি একটি খেলনা পিস্তল ছিল।