গরু চুরির সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা
১ ঘন্টা আগে সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনিতে হত্যা করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করছেন, নিহতরা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ জানায়, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দশানী গ্রামের মজনু মিয়া (২৭) এবং ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একই রাতে পাঁচ সদস্যের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চারপাশ থেকে তাদের ঘেরাও করে। চক্রের তিন জন পালিয়ে গেলেও মজনু মিয়া ও দীন ইসলামকে ধরে বিক্ষুব্ধ জনতা গুরুতরভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, গত তিন বছর ধরে এই চোরচক্র এলাকায় আতঙ্ক তৈরি করছিল। এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তবে জামিনে বেরিয়ে তারা পুনরায় অপরাধে জড়িয়েছিল।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডসহ সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত দুই যুবকের নামে ইতোমধ্যে একাধিক চুরির মামলা দায়ের ছিল এবং তারা তালিকাভুক্ত অপরাধী ছিলেন।