গাছের ডাল থেকে উদ্ধার হল নিখোঁজ সুকানীর লাশ
২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে বাল্কহেডে কাজ করার সময় নিখোঁজ হওয়া শ্রমিক আরিফ হোসেনের লাশ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার সদর ইউনিয়নের টিলার চর এলাকায় নদীর পাড়ে একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।নিহত আরিফ হোসেন (৪৫) আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মৃত মজিবার শেখের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। আরিফ বাল্কহেডে সুকানীর কাজ করতেন।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে কাজের সময় দুর্ঘটনাবশত আরিফ পদ্মা নদীতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফরিদপুর থেকে ডুবুরি দলও যুক্ত হয়। তবে প্রচণ্ড শীত, তীব্র স্রোত এবং নদীর প্রায় ৩৮ ফুট গভীরতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে ওঠে।নিখোঁজের ছয় দিন পর নিহতের ছোট ভাই তারেক মঙ্গলবার সকাল ৭টার দিকে নদীর পাড়ে গাছের ডালে মরদেহ আটকে থাকতে দেখে চরভদ্রাসন ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও নৌপুলিশের দল এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। চরভদ্রাসন ফায়ার স্টেশনের মাস্টার মুর্তজা ফকির কালবেলা বলেন, “নিখোঁজ ব্যক্তির সঠিক অবস্থান শনাক্ত করা না যাওয়ায় উদ্ধার কাজে জটিলতা দেখা দিয়েছিল। ঠান্ডার কারণে মরদেহ ভেসে উঠতেও সময় লেগেছিল।”চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন জানান, নৌপুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের ভাই থানায় অপমৃত্যুর মামলা করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।