গুলিবিদ্ধ শিশু হুজাইফা লাইফ সাপোর্টে, যা জানালেন চিকিৎসক
৩ ঘন্টা আগে সোমবার, জানুয়ারী ১২, ২০২৬
মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, শিশুটির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।আহত শিশুটি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।চমেক পরিচালক আরও জানান, গুলিটি শিশুটির মুখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গিয়ে আটকে আছে। রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি বিবেচনায় গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, গুলিটি বের করার চেষ্টা করলে শিশুটির প্রাণনাশের আশঙ্কা রয়েছে।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। দেশটির মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলা জোরদার করেছে। টানা কয়েক দিনের এসব অভিযানের ফলে সীমান্ত পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।