গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শহিদা বেগম (২৬) নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ির টিউবওয়েল পাড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় নিহতের স্বামী আজিজুল ইসলাম বড় মেয়ে সুমাইয়া (৯)কে সঙ্গে নিয়ে পাশের কালারচর বাজারে নিজের চায়ের দোকানে যান। এ সময় চার বছর বয়সী ছোট মেয়ে সুমিকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।
স্থানীয়দের ভাষ্য, রাত ৮টার দিকে শহিদা বেগমের বাড়ি থেকে ছোট শিশুর কান্না ও গোঙানির শব্দ শোনা যায়। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে টিউবওয়েল পাড়ে শহিদা বেগমকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এলাকা দুর্গম হওয়ায় রাত প্রায় ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাতের চাল ধোয়ার জন্য টিউবওয়েল পাড়ে গেলে দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করলে তার একটি হাতও কেটে যায়।
তিনি আরও জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।