ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, জানুয়ারী ৫, ২০২৬


#

বগুড়া–নওগাঁ মহাসড়কে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সোয়া আটটার দিকে আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোডের বড় আখিড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা রাসেল মোল্লা (৩৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিবগঞ্জ এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তিনজন যাত্রী নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার উদ্দেশ্যে রওনা হন। পথে কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম ছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোরিকশাটি উল্টে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মিজু আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied