চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬


#

নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের মূলহোতা মো. সম্রাট খাঁসহ ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার(৪ ফেব্রুয়ারী) রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার(৫ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানির কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাকৃতরা হলেন- সিংড়া উপজেলারখাগরবাড়িয়া এলাকার মো: হাছান খাঁ'র ছেলে মূলহোতা মো. সম্রাট খাঁ(২৪), মৃত কালু খাঁ'র ছেলে মোঃ জনি খান(২৮), মৃত গোলজার খাঁ'র ছেলে মো. হাছান খাঁ, একই এলাকার মোঃ দেলোয়ার খানের ছেলেমোঃ রিদয় খান(২৫), এবং উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. রানা শেখ (২০)।

এই ঘটনায় সিংড়া থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied