মাদকবিরোধী অভিযানে ১৩ জন আটক
২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বর্তমান প্রতিদিন ডেস্ক:
ঢাকায় মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩ইং) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি বলেন, আসামিদের কাছ থেকে ২ হাজার ১২১ ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ৯০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেছেন, তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা দায়ের করা হয়েছে।
