ছয় লাখ টাকার জন্য নিজের মাকে হত্যা করেছেন ছেলে
২ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
খুলনায়
নিজ ঘরে শিউলী বেগম (৪০) নামের এক গৃহবধূ খুন হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর ট্যাংক
রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এ বাড়িতে ভাড়া থাকতেন।
খুলনা
থানা পুলিশের ওসি-তদন্ত শাহজাহান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নারীর মাথায় ভারী
বস্তু দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।
ওই
গৃহবধূর প্রথম স্বামী নাম মোঃ সালাউদ্দিন খান। প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মাত্র
এক মাস ১০ দিন আগে তিনি সাগর নামে এক ব্যক্তিকে বিয়ে করেন বলে জানিয়েছে নিহত শিউলী
বেগমের বড় মেয়ে কেয়া। তিনি বলেন, “আমার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মা সাগর নামে
একজনকে বিয়ে করেন। বিয়ের পর এই বাড়িতে ভাড়া থাকেন। এখানে মা, ছোট ভাই আর ওই বাবা থাকতেন।
সকালে ১০টার দিকে ওই বাবা ফোন করে আমাকে জানায় তোমার আম্মুকে ফোনে পাচ্ছি না, তুমি
একটু যাও। এরপর আমি মায়ের বাড়িতে আসি। কিন্তু ঘরে তালা দেওয়া ছিল। ভাবছি আম্মু কোথাও
গিয়েছে, পরে চলে যাই। ভেবেছিলাম নানু বাড়ি ডুমুরিয়া যেতে পারে, আমি বিকালে সেখানে যাই।
ছোট মামার কাছে জিজ্ঞেস করলে জানায় আসেনি। পরে আবার ফিরে আসি। নানু বাড়ি থেকে ফিরে
আসার সময় আমার স্বামীকে বলছিলাম আম্মুর জুতা ঘরের সামনে দেখেছি। পরে সন্ধ্যায় আমরা
আম্মুর বাড়িতে আসি। এখানে এসে উঁকি দিয়ে দেখি আম্মুর ঘরের গেটে তালা মারা। পরে বাড়িওয়ালাদের
ডাক দিলে তারা আসে। রাতে তালা ভেঙে দেখি ঘরের খাটের ওপর আম্মুর মরদেহ পরে আছে।
তিনি
বলেন, “সিসি ক্যামেরায় দেখা গেছে আমার ছোট ভাই রিয়াদ সকাল ৭টা ৫০ মিনিটে ঘর থেকে বেরিয়ে
গেছে। ঘরে আম্মুর ৬ লাখের বেশি টাকা ছিল, ধারণা করছি সেটার জন্য ভাই মাকে মেরে ফেলেছে।”