ডুবন্ত মিনিবাস থেকে ১৩ জনকে বাঁচিয়ে ডুবে গেলেন ২২ বছরের যুবক হাসান আহমেদ

Bortoman Protidin

১৪ মিনিট আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫


#

নিজের জীবন বাজি রেখে ১৩ জনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন ২২ বছর বয়সী হাসান আহমেদ আল গাজ্জার। কিন্তু শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারালেন। মিশরের সিনাই অঞ্চলের মেনিয়েল দোয়েইব গ্রামের এই যুবকের অমর বীরত্ব দেশজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী একটি মিনিবাসের টায়ার বিস্ফোরণের পর সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। ঘটনাটি সামনে থেকে দেখা মাত্রই হাসান ছুটে যান। যদিও তিনি সাঁতার জানতেন না, তবুও বিন্দুমাত্র দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেন। ডুবে থাকা মিনিবাসের পেছনের দরজা ভেঙে তিনি একে একে সব ১৩ ছাত্রীকে নিরাপদে তুলে আনেন। কিন্তু অতিরিক্ত শারীরিক পরিশ্রম আর মানসিক চাপের পর তিনি আর ভেসে থাকতে পারেননি। ক্লান্তির কাছে পর্যদস্ত হয়ে নিজেই নদীতে তলিয়ে যান এবং মারা যান। ঘটনাটি বেদনাদায়ক হলেও মহৎ সমাপ্তি নিয়ে হাসানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মিশরবাসী।

হাসান জীবিকার সন্ধানে সিনাই এলাকায় গিয়েছিলেন। তার ঘরে রয়েছে স্ত্রী ও তিনটি কন্যাশিশু-যাদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তায় ঘেরা। শোকে ভেঙে পড়া বাবা গণমাধ্যমকে বলেন, ‘আমার ছেলে একজন নায়ক হয়ে মরেছে। আমি তার জন্য গর্বিত। তিনি জানান, মাত্র দুই দিন পরই ছিল হাসানের জন্মদিন। ছেলের জন্য কেক কিনে তাকে দেখতে যাওয়ার পথে তিনি পেয়েছিলেন মৃত্যুসংবাদ। এ দুর্ঘটনার আগে হাসান পরিবারের সঙ্গে করা শেষ ফোনকলে মায়ের সঙ্গে দেখার ইচ্ছা জানিয়েছিলেন-যা এখন শোকের ভার আরও বাড়িয়ে দিয়েছে।হাসানের পরিবার সরকারকে অনুরোধ জানিয়েছে, যেন তার স্ত্রী ও সন্তানদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে হাসানকে সম্মানিত করা হয়। পরিবারের ভাষায়, ‘অনেক পরিবারের কান্না থামিয়ে দিয়েছে হাসান। অন্তত তার মেয়েদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ হাসানকে জাতীয় বীর, শহিদ এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত করার দাবি তুলেছেন। তারা লিখছেন-তার আত্মদান শুধু ১৩টি প্রাণই নয়, অসংখ্য পরিবারকে অশ্রুশোক থেকে রক্ষা করেছে। সাহস, আত্মদান আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল হাসান আহমেদ আল গাজ্জারের নাম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ডুবন্ত মিনিবাস থেকে ১৩ জনকে বাঁচিয়ে ডুবে গেলেন ২২ বছরের যুবক হাসান আহমেদ

#

বাবা-ভাইয়ের হাতে খুন হলো প্রেমিক, ভালোবাসার জন্য মরদেহকে বিয়ে করলেন তরুণী

#

প্রধান উপদেষ্টার কাছে বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

#

পেটিসে তেলাপোকা, অতঃপর...

#

পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন

#

আগামীর সংসদ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কোরআনের সংসদ - অধ্যাপক মুজিবুর রহমান

#

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা মৃত্যু ৩৩৬, নিখোঁজের সংখ্যা ২৭৯

#

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২ হাজার ৯১৮ প্রবাসীর নিবন্ধন

#

সৌদি আরবসহ ৭ দেশে পুনরায় ভোটার নিবন্ধন শুরু : পোস্টাল ব্যালট

#

নাইমের দাম কোটি ছাড়াল,অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

Link copied