ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
৩ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৪ নং গেট সংলগ্ন ফুটপাত থেকে মৃত নবজাতকের (কন্যা) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন,
(১৮ নভেম্বর) শনিবার সকালে ট্রিপল নাইনের সংবাদ পেয়ে সকাল দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং গেট সংলগ্ন ফুটপাত থেকে লাল শপিং ব্যাগে পেঁচানো একদিন বয়সী এক নবজাতক (কন্যা) সন্তান এর মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে মৃতদেহটি জরুরি বিভাগে নিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। কে বা কারা নবজাতক টিকে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।