নৌকাডুবিতে চার স্প্যানিশ পর্যটকসহ ২১ জন নিখোঁজ
৩ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
ইন্দোনেশিয়ার পাপুয়া ও পূর্ব নুসা তেঙ্গারা অঞ্চলে আলাদা দুটি নৌদুর্ঘটনায় অন্তত ২১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের উদ্ধারে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল রোববার (২৮ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার রাতে পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যানের পাদার দ্বীপের কাছাকাছি এলাকায় একটি পর্যটকবাহী নৌযান ডুবে গেলে চারজন স্প্যানিশ নাগরিক নিখোঁজ হন। অন্যদিকে, এর আগের দিন বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ রিজেন্সিতে সেরুই শহর থেকে ওয়াইন্ডুর উদ্দেশে যাত্রাকালে ২১ আরোহী নিয়ে চলা একটি স্পিডবোট তীব্র বাতাস ও উত্তাল সাগরের কবলে পড়ে ডুবে যায়। ওই ঘটনায় তিনজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও শনিবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং বাকি ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। জাকার্তা গ্লোবের বরাতে জানা গেছে, দুই ঘটনার ক্ষেত্রেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে রোববারও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।