পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল প্রাণ, সড়কে অন্তঃসত্ত্বাসহ নিহত ২
১ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শেফালী বেগম (৩৫) ও সাবিনা বেগম (৪০) নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শেফালী বেগমকে তার স্বামী রেজাউল করিম মোটরসাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে কাটা নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর দুপুর ১টার দিকে সাবিনা বেগম টিসিবি পণ্য কেনার জন্য অটোভ্যানে যাচ্ছিলেন। সাঘাটা-চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হন এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, নিহত সাবিনার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা বলেন, দুর্ঘটনার মূল কারণ চালকদের অসাবধানতা।