ওরশে খিচুড়ি নিয়ে হাতাহাতি, কিলঘুষিতে মৃত্যু চিকিৎসকের
২ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারের ওরশে দেওয়া পোড়া খিচুড়ি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হোমিও চিকিৎসক আহমেদ আলী (৫০) নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মাজারসংলগ্ন শখের বাজারে।
নিহত আহমেদ আলী ছিলেন নয়ন সুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজার থেকে ওরশের খিচুড়ি নেন খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া। পরে সেই খিচুড়ি দেওয়া হয় আহমেদ আলীকে।
বুধবার সকালে আহমেদ আলী দোকানের সামনে রেনু ও মনুকে দেখে জানতে চান, কেন পোড়া খিচুড়ি দেওয়া হয়েছে। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলে রেনু ও মনু তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় আহমেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।