ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর
২ দিন আগে
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গাজায়
চলমান নৃশংস যুদ্ধের ৪০তম দিনে স্বাধীন
ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর পালিত
হয়। ১৯৮৮ সালের ১৫
নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা
দেওয়া হয়েছিল। ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত
পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের
সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
স্বাধীনতা
দিবস উপলক্ষে তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশ ফিলিস্তিনকে শুভেচ্ছা
জানায়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন,
‘আজ এমন মুহূর্তে স্বাধীনতার
ঘোষণা উদযাপন করছি, যখন গাজা উপত্যকা,
পশ্চিম তীর, রাজধানী জেরুজালেমসহ
পুরো অঞ্চলে আমাদের জনগণের বিরুদ্ধে পুরো বিশ্বের সামনে
দখলদার বাহিনী বর্বর যুদ্ধ ও গণহত্যা পরিচালনা
করছে। এই ভূমি থেকে
আমাদের উপস্থিতি উপড়ে ফেলা হচ্ছে,
যেখানে আমাদের বাপ-দাদারা ছয়
হাজার বছরের বেশি সময় ধরে
ছিলেন।’