বাইউস্টে মহান বিজয় দিবস উদযাপন

Bortoman Protidin

৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫


#
বাংলাদেশ আর্মি  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)- কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবস ‍উদযাপনের কর্মসূচি শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.)। উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং দিবসের তাৎপর্য নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের বাণী পাঠ করা হয়। পরবর্তীতে, যোহর সালাতের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসের অন্যান্য সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মো. বদরুল আহসান, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied