বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত
২৫ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় বাস এবং
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতের নাম শহিদুল ইসলাম রনি(৩৫)।
তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার গ্রাফচর সিয়থা
গ্রামের মো. আমজেদ হোসেনের ছেলে।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি)
দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ
নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম এসব
তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে
জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা
উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে বাগেরহাট থেকে
থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শহিদুল
ইসলাম রনি ঘটনাস্থলে মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি
আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ভাঙ্গা হাইওয়ে থানা
হেফাজতে আছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।