বিএনপি-জামায়াতের সংঘর্ষে অস্ত্রধারী সেই যুবক গ্রেফতার
৯ মিনিট আগে মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
এর আগে গত (০১ ডিসেম্বর ) সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংঘর্ষে ব্যবহৃত পিস্তলসহ ২ রাউন্ড গুলিও পরে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তুষার মন্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে।
পাবনা–৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তোলা তুষারের ছবিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, তুষার জামায়াতকর্মী।
তবে জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় তুষার মন্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। সংঘর্ষের পর বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পাল্টাপাল্টি ২ টি মামলা হয়।
ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা পুলিশ জানায়, গত সোমবার রাতে ধানবান্ধি এলাকা থেকে তুষারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর ভেলুপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।