বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন
১৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাঙামাটিতে
বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে
এ উৎসবের উদ্বোধন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
অনুষ্ঠানের
আলোচনা সভায় বক্তারা নতুন বছরে পাহাড়ে শান্তি, সম্প্রতির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়ে
বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা আমাদের কৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চাই। আগামীর বাংলাদেশ
বিনির্মাণে তারাও সমানতালে অংশ নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন।
উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে
২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য
চঞ্চু চাকমা সহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের
শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী মনোজ্ঞ
নৃত্য পরিবেশন করেন। নাচে নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখেন। এরপর পৌরসভা প্রাঙ্গণ থেকে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।