বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার
৫৫ মিনিট আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির এক শকুন স্থানীয়দের নজরে আসে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় প্রথম পাখিটিকে দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী শিশু-কিশোরসহ বহু মানুষ শকুনটি এক নজর দেখার জন্য ভিড় জমায় এবং অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম শকুনটিকে দেখতে পান এবং উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই ধরে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. দিলারা আকতার জানান, বিপন্ন প্রজাতির এই শকুনটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সুস্থতা নিশ্চিত করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের ধারণা, শীতের তীব্রতায় ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসে পাখিটি ফুলবাড়ীতে আশ্রয় নিয়েছিল।