নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৫
২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
যুক্তরাষ্ট্রের
টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত
হয়েছে। চিকিৎসা মিশনে ব্যবহৃত বিমানটিতে থাকা অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার
পর টেক্সাস উপকূলের পানিতে তল্লাশি অভিযান চলছে।
আজ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টনের কজওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত
হয়। বিমানটিতে একজন শিশু রোগীসহ মোট আটজন ছিলেন। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যাত্রীদের
মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
মেক্সিকান
নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিল
এবং দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।
দুজন
ছিলেন ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সদস্য। এই অলাভজনক সংস্থাটি গুরুতর
দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয়
কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে মেক্সিকান নৌবাহিনী।
গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট
এবং টহল দল ঘটনাস্থলে কাজ করছে।
শেরিফ
অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং জনগণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান
জানানো হয়েছে, যাতে উদ্ধারকাজ নিরাপদে সম্পন্ন করা যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া
ভূমিকা রেখেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে,
গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৃষ্টিসীমা
নেমে আসে মাত্র আধা মাইলে। এই কুয়াশাচ্ছন্ন অবস্থা মঙ্গলবার সকাল পর্যন্ত থাকতে পারে।
জনপ্রিয়
পর্যটন এলাকা গ্যালভেস্টনের কাছে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।