বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না নীলসাগর-চিলাহাটি এক্সপ্রেস
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ঈদে
ট্রেনের শিডিউল ঠিক রাখতে
আজ(৩ এপ্রিল) থেকে আন্তঃনগর ট্রেন
নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়াবে
না বলে জানিয়েছে রেলওয়ে
কর্তৃপক্ষ। বিকল্প
হিসেবে ট্রেন ২টি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে
স্টেশনে যাত্রা বিরতি করবে। আসন্ন
ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ
ট্রেন যাত্রা শুরু হয়েছে। সময়
মেনেই সব ট্রেন কমলাপুর
থেকে দেশের বিভিন্ন গন্তেব্যে
ছেড়ে যাচ্ছে।
৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
বুধবার ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদযাত্রা। এরপর কক্সবাজারগামী দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় ভোর ৬টা ১৫ মিনিটে। আর ৩য় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সাড়ে ৬টায় থেকে ঢাকা ছেড়ে গেছে।