মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার
২৭ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১, ২০২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)।
অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে
বুধবার
ভোর
৬টা
পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা
এলাকায়
অভিযান
চালিয়ে
তাদের
গ্রেপ্তার করা
হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক
রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন
রায়
নিয়তি
জানান,
এ
সময়
তাদের
কাছ
থেকে
৩
হাজার
৮৩৭
ইয়াবা,
৪৭
গ্রাম
হেরোইন
ও
১
কেজি
৭৯০
গ্রাম
গাঁজা
জব্দ
করা
হয়।
তিনি জানান তাদের
নামে
ডিএমপির বিভিন্ন থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
২৩টি
মামলা
দায়ের
করা
হয়েছে
।