বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক
১৮ দিন আগে রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রাজশাহীর
বাঘা উপজেলায় অভিযান চালিয়ে আজিবুল নামে ১অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড
গুলি উদ্ধার করা হয়।
সোমবার
(২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৫ এর ১টি দল উপজেলার হেলালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে
আটক করে।
মঙ্গলবার
(২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য
নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, অস্ত্রসহ এক ব্যক্তির অবস্থানের গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিবুল পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি করে তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এই ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।