মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত
৭ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, এইবারের পরীক্ষায় দেশের সেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নম্বর ২৪১৩৬৭১। শান্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন এবং ৯১.২৫ নম্বর অর্জন করেছেন।
মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ৩১ হাজার ১২৮ জন পুরুষ (৩৮.১৩%) এবং ৫০ হাজার ৫১৪ জন নারী (৬১.৮৭%)। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী (১.৭৯%), আর ২ জনকে বহিষ্কার করা হয়েছে।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নীতিমালা অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচিত হবেন।