রোজা উপলক্ষে স্কুল খোলা-বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
২ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মোট ছুটি কমানো হয়েছে। মোট ছুটির দিন ৭৬ থেকে কমিয়ে ৬৪ দিনে আনা হয়েছে। মোট ছুটি ১২ দিন কমানো হয়েছে এবং শবেকদর, জন্মাষ্টমী, আশুরা সহ কিছু দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসে স্কুল বেশিরভাগ সময় খোলা থাকবে।২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, তবে সরকারি ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। যদি রমজার শুরু ঠিক ১৭ ফেব্রুয়ারি হয়, তাহলে স্কুল ২১ রমজান পর্যন্ত খোলা থাকবে। রমজান ও ঈদসহ ছুটি ২০২৫ সালে ২৮ দিন ছিল, যা ২০২৬ সালে কমিয়ে ১৯ দিন করা হয়েছে।ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি আগে ১৫ দিন ছিল, এবার তা ১২ দিন করা হয়েছে। শীতকালীন ছুটি এক দিন কমানো হয়েছে। বিশেষ ছুটি যেমন রমজান, ঈদ, জাতীয় দিবস, শবেকদর ইত্যাদি উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিন ছুটি থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন স্কুল বন্ধ থাকবে।অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৬ জুন থেকে ১০ জুলাই অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ ২৯ জুলাই। নির্বাচনী পরীক্ষা ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ফল প্রকাশ ১৮ নভেম্বর। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর এবং ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।