স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের সন্তানের জন্ম দিলেন স্ত্রী

Bortoman Protidin

১৯ দিন আগে শনিবার, আগস্ট ৩০, ২০২৫


#

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ ছেলে ও বাবা মিলে অভাবের সংসার চালান। গত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ১২ ডিসেম্বর রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যুবরণ করেন। পরে তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়। একপর্যায়ে রহিমা খাতুন কন্যা সন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী আলতাফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সই নিহতের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করা হবে।

গতকাল জোহর নামাজের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় মরহুমের নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা

#

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

প্রধান উপদেষ্টা ও পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর বৈঠক: সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করলেন ড. ইউনূস

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক চুক্তি সরকারের বড় সাফল্য : প্রেস সচিব

#

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

#

জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারব : সিইসি

#

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে: তথ্য উপদেষ্টা

#

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী

#

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

#

মৎস্যসম্পদ সুরক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Link copied