হাসপাতালে হাতেনাতে আটক ১১ দালাল
১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের
বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র্যাব।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জানা গেছে, আটক ১১ জনের মধ্যে ৩ জনকে
১৫ দিন ও ৫ জনকে ৭ দিন কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও অপর ৩ জনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান
আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট
ইউসুফ হাসান জানান, হাসপাতালে চালানো অভিযানে দালাল চক্রের ১১ জনকে আটক করে র্যাব।
তাদের অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ জনকে জরিমানা করা
হয়।
র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া
চৌধুরী জানান, ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।