হেলিকপ্টারে চড়ে গাবতলীতে আসলেন সমাজসেবক ফরিদ পাইকার
২৩ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সৌদি প্রবাসী বগুড়ার গাবতলী নাড়ুয়ামালা হাঁপানিয়া চারমাথায় সোমবার দুপুরে হেলিকপ্টারে নামলেন ফরিদ উদ্দিন পাইকার সহ তার পরিবারের সদস্যরা। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে থেকে ছুটে আসা উৎসুক। জনতা এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। নিজ জন্মভূমিতে দুপুর ১২টা ৩০মিনিটে হেলিকপ্টার অবতরণ করলে সেখানে ইউনিয়নবাসি ও নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ ফরিদ পাইকার কে ফুলেল সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন পাইকার ও পরিবারের সদস্যগণ, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিনের ভাতিজা নিরব আহমেদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষ। উল্লেখ্য প্রবাসী ফরিদ উদ্দিন পাইকার হাপানিয়া সাগাটিয়া গ্রামের মৃত আজাহার পাইকারের ছেলে।