১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
১৩ দিন আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা
থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(৫ মার্চ) ভোররাতে তাকে আটক
করা হয়। আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানিয়েছেন,
ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে
অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল
থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার
করা হয় ১২ কেজি গাঁজা। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।