কাউখালীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে কাউখালীতে শনিবার (৩ফেব্রুয়ারী) সকালে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের কাউখালী উপজেলা প্রতিনিধি রতন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, থানার সেকেন্ড অফিসার মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, প্রেসক্লাবের উপদেষ্টা এ্যাড: কমল মূখার্জী, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তারিকুর রহমান তারেক, ইউপি সদস্য মোঃ সাইদ সহ কাউখালী প্রেসক্লাবের সদস্য বৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে কখনো পিছিয়ে থাকেনি। যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক।দৈনিক যুগান্তরের আগামী দিনের সফলতা কামনা করেন।পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
Tweet
ইউটিউব সাবস্ক্রাইব করুন