২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

Bortoman Protidin

১৫ দিন আগে বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫


#

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল টা ১০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হয়। সময় হিরো আলমের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা পেয়ে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। সময় তার গলায় থাকা 'দেড় ভরি' ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।

ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গাছের ডাল থেকে উদ্ধার হল নিখোঁজ সুকানীর লাশ

#

বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা

#

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো রেল

#

বায়তুল মোকাররমের খতিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা

#

ফেরার আকুতি অধরাই থেকে গেল খালেদা জিয়ার পৈতৃক বাড়ি

#

বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

#

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোকের ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

#

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুজন পাইলট নিহত

#

খালেদা জিয়ার মৃত্যুর জন্য হাসিনাকে দায়ী করলেন আইন উপদেষ্টা

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া

Link copied