৬ মাসের সাজা এড়াতে সাড়ে তিন বছর পালাতক আসামী গ্রেপ্তার

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬


#
চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার সময় জীবননগর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শাহিন। জীবননগর পৌর সভার ৪নং ওয়ার্ডের ফকির পাড়ার মিজানুর রহমানের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান রাত সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত  পরোয়ানাভুক্ত পলাতক আসামী শাহিনকে সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি এলাকায় থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতেন। তাকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied