আগামীকাল বৃষ্টিপাত কমে যাবার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
১৫ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আজ সকালে আবহাওয়া পূর্বাভাসে দেওয়া এক তথ্য জানানো হয়েছে যে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে । সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কথা বলেছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল কমে যাবে।