ভাইবোনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘খাবারের বিষক্রিয়া’!
২ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়্যারলেস মোড় এলাকায় খাবারে বিষক্রিয়ার সন্দেহে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
নিহতরা হলো— আফরিদা চৌধুরী (১০) ও তার ভাই ইলহাস চৌধুরী (১৪ মাস)। তারা কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। আফরিদা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাসার সামনে একটি লাশবাহী অ্যাম্বুল্যান্স থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শুক্রবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আফরিদার বমি শুরু হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার সকাল থেকে ছোট ভাই ইলহাসও বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে সে মারা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সন্দেহ করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। সে উপলক্ষে বাবা-মা দুই সন্তানকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। তবে ওই খাবার থেকেই অসুস্থতা নাকি অন্য কোনো খাবারের কারণে এমন ঘটনা ঘটেছে—তা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।