ঈদযাত্রায় ট্রেনের ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে শুক্রবার

Bortoman Protidin

২০ দিন আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬


#

বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে । 


ঈদ যাত্রার আজ পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি হয়। যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারা ৭ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।


৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে শুক্রবার (২৯ মার্চ) আর অনলাইনে এই টিকিট কিনতে হবে।


যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।


 যাত্রীরা যাওয়া-আসার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন । একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।


এছাড়া যাত্রীদের নিরাপদে ভ্রমণে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied