ওসমান হাদির উপর হামলা ,মোটরসাইকেল মালিক হান্নান আটক
১৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২৯, ২০২৬
আবদুল হান্নানের
বাবার নাম আবদুল করিম। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা।
গত শুক্রবার
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম
জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত
হন।
র্যাব-২-এর
বিপ্লব বড়ই জানান, গুলিবর্ষণের ঘটনায় 'ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫' নম্বরের একটি মোটরসাইকেল
ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার
সন্দেহে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা
হয়।
এ বিষয়ে পল্টন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, র্যাব একজনকে থানায় হস্তান্তর
করেছে এবং জানিয়েছে তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক।