কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবোঝাই নসিমনের ধাক্কা
১০ দিন আগে শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
 
                                    কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে
আটকে পড়া গাছবোঝাই নসিমনের ধাক্কা লেগেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগলেও হতাহতের
ঘটনা ঘটেনি।
আজ রোববার (২৪ মার্চ) দুপুর
১টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের
লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা জানিয়েছেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নম্বর কক্সবাজার
এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইনে আটকে পড়া একটি গাছবোঝাই নসিমনের ধাক্কা লাগে।
আমি ও আমার সহকারী লোকোমাস্টার,
ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে সরিয়ে নিয়ে সেকশন ক্লিয়ার
করি। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  
চকরিয়া রেলওয়ে স্টেশন মাস্টার
এসএম ফরহাদ বাংলানিউজকে বলেছেন, কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় ১টা ১০ মিনিটে চকরিয়ার
ডুলাহাজারায় কাঠবোঝাই নসিমন রেললাইন দিয়ে পার হয়। এসময় নসিমনের সঙ্গে ট্রেনের ধাক্কা
লাগে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।  
তিনি বলেছেন, ট্রেন আসার
আগে ব্যারিয়ার ফেললে সেটি তুলে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি, গরু, ছাগল পারাপার করে। ইদানিং
ট্রেন চলার সময় পাথর নিক্ষেপ কো হচ্ছে। এতে ট্রেনের কোচের কাচ ভেঙেছে। এতে যাত্রী আহত
হওয়ার সম্ভাবনা থাকছে।
 
                 
                                                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        .jpeg) 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        