বিয়েতে আর ট্যাক্স দিতে হবে না
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বিয়ের ওপর আরোপিত
ট্যাক্স বাতিল এবং কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন,
বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি)
বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা ড. আসিফ
নজরুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায়
এখন থেকে শুধু অবিবাহিত শব্দ থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।