কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২১ দিন আগে শনিবার, এপ্রিল ৫, ২০২৫

কাউখালিতে পুকুরের পানিতে ডুবে মো. রোহান হাওলাদার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান ওই গ্রামের মো.রাসেল হাওলাদারের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, একা খেলার সময় রোহান বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়িতে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তার মৃত দেহটি উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বলেন,শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন।
