কুমিল্লার আদর্শ সদরে নারী সমাবেশ অনুষ্ঠিত

Bortoman Protidin

১৭ দিন আগে শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে এক প্রাণবন্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা তথ্য অফিস, কুমিল্লা।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  মো: আবদুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন।

বক্তারা নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।

তারা বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হচ্ছে।

নারীদের সক্রিয় অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied